এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

ভারতবর্ষের মহাকাশ গবেষণা কীভাবে এগোচ্ছে, সেই বিষয়ে আলোচনা সভা

Published on: April 9, 2024 । 8:08 AM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল:  ভারতের প্রধানমন্ত্রী দপ্তরের অধীনে থাকা তিনটি দপ্তর ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার(BARC), ইসরো(ISRO)এবং টেলিকমিউনিকেশন দপ্তর(TRAI) হাতে-হাত [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]মিলিয়ে কীভাবে ভারতবর্ষের মহাকাশ বিজ্ঞান গবেষণাকে এক উচচ জাগগায় এগিয়ে নিয়ে যাচ্ছে সেবিষয়ে সোমবার ৮ এপ্রিল ঘাটাল ব্লকের মার্কস মৃত্যু শতবার্ষিকী বিদ্যালয়ে এক আলোচনা শিবিরের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোভন সাহু জানান, ওই আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিএআরসি‘র বিজ্ঞানী ড. তাপস সামন্ত, ইসরোর বিজ্ঞানী ড. সুজয়কুমার দোলই এবং ট্রাইয়ের উপদেষ্টা ড. স্বদেশ সামন্ত। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) হিমাদ্রীশেখর ঘোষ, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি পঞ্চানন মণ্ডল সহ ঘাটাল ব্লকের অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকারা।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now