ফুল সিঁদুর ও ধুপ দিয়ে পুজো করে চুরি, এলাকায় চাঞ্চল্য

সুপ্রিয় চক্রবর্তী, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ফুল সিঁদুর ও ধুপ দিয়ে পুজো করে চুরি করল চোরেরা।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
ঘটনা দাসপুর(Daspur) থানার অন্তর্গত দাদপুর(Dadpur) গ্রামের। রাত প্রায় ১:৩০ নাগাদ কেউ বা কারা চোখের অলক্ষ্যে চুরি(theft) করল মনসা ও শীতলা মন্দিরে। তেমাথানি মোড়ে সনাতন ধর্ম মেনে ফুল সিঁদুর ও ধুপ দিয়ে পুজো করে চুরি করল। অনুমান করা হচ্ছে চুরি হয়েছে মন্দিরের নগদ ১০ হাজার টাকা সোনা ও রুপোর গহনা(gold and silver jewellery)। এই নিয়ে দুবার চুরি হলো এই মন্দির। এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। ঘটনাটি দাসপুর থানায় জানানো হয়েছে।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।