এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

টোটো উল্টে জখম মা ও ৭ দিনের শিশু

Published on: October 30, 2023 । 6:54 PM

তৃপ্তি পাল কর্মকার, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: প্রসূতিকে নিয়ে একটি টোটো বাড়ি ফেরার সময় উল্টে জখম হন প্রসূতি সহ শিশু।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
ঘটনা ঘাটাল থানার জলসরা পীরতলার। স্থানীয়রা জানাচ্ছেন, আজ ৩০ অক্টোবর সোমবার হাসপাতাল থেকে একটি টোটো ৭ দিনের শিশু সহ এক প্রসূতিকে নিয়ে বাড়ি ফিরছিল। টোটোতে মহিলা ছাড়াও আরও তিনজন মহিলা ছিলেন। হঠাৎ করেই টোটোটি রাস্তার পাশের খালে উল্টে যায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন প্রসূতি মহিলা। প্রসূতি মহিলাটি সিজার রোগী ছিলেন। সেইসঙ্গে শিশুটিও জখম হয়েছে বলে জানা গিয়েছে। আবার তাদের ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

 

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now