নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: পাঁচ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিল দাসপুরের রামপুর নেতাজি ইয়ংস্টার সংঘ। সম্প্রতি ১৫ আগস্ট ৭৭তম স্বাধীনতা দিবস পালন উপলক্ষ্যে সাতাত্তরটি বৃক্ষ রোপন করে দিনটি পালন করে ওই সংঘ। ওই সংঘের সম্পাদক স্বপন ভৌমিক বলেন, এখন দিকেদিকে যেভাবে বৃক্ষছেদন হচ্ছে সেভাবে গাছ রোপন হচ্ছে না। তাই পরিবেশের ভারসাম্য হারিয়ে যাচ্ছে, ফলত অসহনীয় গরম সহ প্রকৃতি তার বৈচিত্র্য হারাচ্ছে। এমত অবস্থায় সংঘের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে স্থানীয়রা। সংঘের সদস্যরা বলেন, আমরা শুধু এবছর নয় প্রতিবছরই বৃক্ষ রোপন সহ নানা সামাজিক কর্মসূচি গ্ৰহন করে থাকি। পরবর্তীকালে এলাকায় ধাপে ধাপে পাঁচ হাজার গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। যা থেকে এলাকায় পরিবেশের ভারসাম্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধি পাবে। তাঁরা বলেন, এইভাবেই সমস্ত ক্লাব, প্রতিষ্ঠান বা ব্যক্তিগত উদ্যোগে সবাই যদি গাছ লাগাতে শুরু করে তবে আমরা আগামীদিনে সুস্থভাবে বাঁচতে পারব।