সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: ১৪ জানুয়ারী শনিবার শেষ হল দাসপুর ১ ব্লকের সামাট প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক শিশু উৎসব [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] অনুষ্ঠান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক বিকাশ প্রামাণিক জানান, ঘাটাল অনুপ্রেরণা ও মেধা অন্বেষণ সংস্থার তরফে ২০২২ এ ঘাটাল মহকুমার সেরা বিদ্যালয়ের পুরস্কার পেয়েছে তাদের বিদ্যালয়। পুরস্কার হিসেবে সংস্থার তরফে দেওয়া হয় স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি। ১২ জানুয়ারী প্রভাতফেরির মাধ্যমে বার্ষিক অনুষ্ঠানের সূচনা হয়। ওই দিনই ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাসের হাত ধরে বিদ্যালয় প্রাঙ্গণে উন্মোচিত হয় স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি। দাসপুরের এই সামাট প্রাথমিক বিদ্যালয়ে এসে মুগ্ধ ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। তাঁর বক্তব্যে তিনি বলেন, ভালো শিক্ষার জন্য আমাদের মধ্যে অনেকেই সরকারি বিদ্যালয়কে পছন্দ করি না। কিন্তু ঘাটাল মহকুমার এই সামাট প্রাথমিক বিদ্যালয় এক নজির। ১৩ জানুয়ারি বিদ্যালয়ের তরফে আয়োজন করা হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন মোট ৫১ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে বেশিরভাগই ছিলেন এলাকার মহিলারা। এদিন বিদ্যালয়ের উৎসব মঞ্চ থেকে বিদ্যালয় ও গ্রামের মানুষের ভূয়সী প্রশংসা করেন দাসপুর ১ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক কৌশিক সামন্ত। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে এমন বার্ষিক অনুষ্ঠান সত্যিই নজির। তিনি আরও বলেন, কৃতিত্ব শুধু শিক্ষক-শিক্ষিকাদের নয়। গ্রামের মানুষের এভাবে বিদ্যালয়ের পাশে থাকায় এসব সম্ভব হচ্ছে। প্রতি বছর বিদ্যালয়ের এই উৎসবে মঞ্চ তৈরির জন্য হাজার হাজার টাকা খরচ করতে হয়। এদিন উৎসব মঞ্চ থেকে বিদ্যালয়কে এক স্থায়ী সাংস্কৃতিক মঞ্চ দানের অঙ্গীকার করেন তমলুক ঘাটাল সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের সভাপতি কৌশিক কুলভী। ১৪ জানুয়ারি বিদ্যালয়ের এই তিন দিন ব্যাপী বার্ষিক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এই তিন দিনে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নাটক,গান,নৃত্যের পাশাপাশি সাংস্কৃতিক বা ক্রীড়া ক্ষেত্রে পারদর্শীতা মুগ্ধ করে গ্রাম ও গ্রামের বাইরের মানুষদেরও।
Home এই মুহূর্তে শিক্ষা/সাহিত্য/সংস্কৃতি সরকারি বিদ্যালয় টক্কর দিচ্ছে প্রাইভেট স্কুলকে, নজির সামাট প্রাথমিক বিদ্যালয়