ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: শীতের মরশুম মানেই খেলা আর মেলা তাই শীতের মরশুমের শুরু হতেই ঘাটাল মহকুমা জুড়ে [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] একাধিক খেলা ও একাধিক গ্রামীণ মেলার শুরু হয়েছে । আজ ২৪ ডিসেম্বর শনিবার দাসপুর ১ ব্লকের জগন্নাথ বাটি বিনয় বাদল দীনেশ ক্লাবের পরিচালনায় ২৩ তম বর্ষে বিবাদী উৎসব ও বিবেক গ্রামীণ মেলার শুভ উদ্বোধন হল রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর হাত ধরে। ক্লাব প্রাঙ্গণে বিনয়, বাদল, দীনেশ, বিদ্যাসাগর, নজরুল ও বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন করেন রাজ্যের মন্ত্রী। উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস, দাসপুর ১ বিডিও বিকাশ নস্কর,আলিপুর মহকুমার মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ , দাসপুর বিধানসভার বিধায়ক মমতা ভূঁইয়া, দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক প্রমুখ। ক্লাবের সম্পাদক অমিত কুমার মণ্ডল বলেন, বিবাদী উৎসব ও বিবেক গ্রামের মেলা আগামী ৯ দিনব্যাপী চলবে এখানে বিকি কিনি সহ একাধিক প্রদর্শনী রয়েছে। আমরা স্বাস্থ্য পরীক্ষা সহ বস্ত্র দান ও মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হবে। এছাড়াও এদিন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসকে বি.বা.দি সারণত্তর পুরস্কার ২০২২ দেওয়া হয়।