নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: নাড়াজোল রাজ কলেজের ভাইস প্রিন্সিপাল ড. রণজিৎকুমার খালুয়া শিক্ষা গৌরব পুরস্কার-২০২২ পেলেন। নিজের রিসার্চ অ্যাক্টিভিটির জন্যই তিনি এই পুরস্কার পেয়েছেন বলে জানা যাচ্ছে। নিউ দিল্লির কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি এবং ইন্টারন্যাশানাল বেনেভোল্যান্ট রিসার্চ ফাউন্ডেশন অর্থাৎ আইবিআরএফ এই দুই সংস্থা সম্মিলিতভাবে এই পুরস্কারের আয়োজন করেছিল। অনুষ্ঠানটির নাম হাইয়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ সামিট -২০২২। বিভিন্ন প্রতিষ্ঠানের ভাইস চ্যান্সেলরদের বেছে নেওয়া হয়েছিল এই পুরস্কারের জন্য। রিসার্চ অ্যাক্টিভিটি, পাবলিকেশন, অ্যাডমিনিস্ট্রেশন এর ভিত্তি করে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। রণজিৎবাবু। তিনি বলেন, এই পুরস্কার আমাকে অনেকটাই অনুপ্রাণিত করবে। আমার নিজের লেখা রিসার্চ সংক্রান্ত বই প্রকাশিত হয়েছে। কলেজকে আমি আরও ভালো কাজের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারবো। ছাত্রছাত্রীদেরও ভালো শিক্ষা দিয়ে তাদের ভবিষ্যতের পথ সুগম করতে পারবো আশা করি।
উল্লেখ্য, রণজিৎবাবুর বাড়ি মেদিনীপুরের মীরবাজারে। তিনি প্রথম জীবনে কোকরাহাটি হাইস্কুলে কাজ করতেন। ২০০৮ সাল থেকে তিনি নাড়াজোল রাজ কলেজে প্রাণীবিদ্যা বিষয়ের সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ২০১৬ সাল থেকে ভারপ্রাপ্ত অধ্যাপক হিসেবে ওই কলেজের দায়িত্ব সামলেছেন। এরপর ২০১৮ সাল থেকে ভাইস প্রিন্সিপাল হিসেবে যোগদান করেন তিনি। যোগদান করে কলেজে প্রথম ন্যাক ভিজিট করিয়েছিলেন রণজিৎবাবু।