আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: গ্রামের পাড়ায় পাড়ায় রয়েছে পানীয় জলের লাইন। কিন্তু প্রায় ছয় মাস ধরে সেই ট্যাপকল থেকে পড়ছে না জল। গ্রীষ্মকালে পানীয় জলের চরম সমস্যায় পড়েছে ঘাটাল ব্লকের মনোহরপুর-২ গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর গ্রামের বাসিন্দারা। যদিও পানীয় জলের দাবিতে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গ্রামের একাধিক জায়গায় পোস্টার লাগানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। আর সেই পোস্টারে লেখা রয়েছে ছয় মাস ধরে পানীয় জল বন্ধ, তৃণমূলের নেতারাই চুপ কেন জবাব চাই জবাব দাও। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, বিধানসভা নির্বাচনে ওই বুথে এগিয়ে রয়েছে বিজেপি। তাই তৃণমূল নেতারা এলাকায় পানীয় জলের লাইন কেটে দিয়েছে। রাজনৈতিক তরজা যাই হোক না কেন পানীয় জল না পেয়ে গ্রামের মহিলারা সমস্যায় পড়েছেন। বহু দূর-দূরান্ত থেকে পানীয় জল এনে সেই জলে সংসার চালাতে হচ্ছে তাঁদের। গ্রামবাসীদের দাবি, দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হোক পঞ্চায়েতের পক্ষ থেকে।
পানীয় জলের এই সমস্যার কথা স্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়দের দোলই। তবে তিনি সমস্ত রাজনৈতিক তরজাকে উড়িয়ে দিয়ে বলেন, কিছুদিন আগে গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া পূর্ত দপ্তরের রাস্তার কাজ হওয়ার সময় জলের পাইপ লাইন কেটে দেওয়া হয়েছিল। সেই পাইপ লাইন নতুন করে মেরামত না হওয়ার জন্যই পানীয় জলের সমস্যা হচ্ছে। দ্রুত ওই লাইন মেরামত করে পানীয় জল সরবরাহ করা হবে। জানা য়ায় রাস্তার কাজ বেশ কিছুদিন আগেই সম্পূর্ণ হয়ে গিয়েছে। তবুও গ্রাম পঞ্চায়েত কোনও উদ্যোগ নেয়নি পানীয় জল সরবরাহের বিষয়ে। এক কথায় চরম গাফিলতি তৃণমূল পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েতের রিরুদ্ধে। এদিকে এতেই চরম জল সম্যায় পড়েছেন এলাকাবাসী ।