পানশালা খোলা, খোলা হোক পাঠশালাও নাগরিক কনভেনশন শিক্ষকদের

নিজস্ব সংবাদদাতা,স্থানীয় সংবাদ,ঘাটাল: পানশালা খোলা হলেও খোলা হচ্ছে না পাঠশালা। করোনার অজুহাতে বন্ধ রাজ্যের সরকারি স্কুল। টানা দু’বছর রাজ্যের পড়ুয়ারা স্কুল থেকে বাইরে। অথচ শিক্ষা বাদে রাজ্যে সমস্ত কিছুই চালু। পড়ার বেলাতেই করোনা সংক্রমণ কেন? করোনা বিধি মেনেই ছোটো ছোটো গ্রুপে দূরত্ব মেনে শিক্ষার্থীদের পাঠ দান করা যেতে পারে না? কেন ব্যবস্থা নিচ্ছে না রাজ্য। পরীক্ষা,পড়া,সিলেবাস না শেষ করেই শিক্ষার্থীদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে মাধ্যমিক থেকে উচ্চশিক্ষার সফলতার শংসাপত্র। এবার স্কুল খোলার দাবিতে দাসপুরের গোবিন্দনগরে নাগরিক কনভেনশন করে এমনই একের পর এক দাবি তুললেন প্রাথমিক শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির দাসপুর-১ ও দাসপুর-২ জোনের শিক্ষক-শিক্ষিকারা। আজ বৃহস্পতিবার বিকেল প্রায় ৪টা থেকে ঘাটাল-পাঁশকুড়া সড়কের গোবিন্দনগরে চলে এই নাগরিক কনভেনশন। এদিনের কনভেনশনে হাজির ছিলেন এবিপিটিএ এর জেলা সম্পাদক ধ্রুবশেখর মন্ডল,শিক্ষক নেতা অশোক সামন্ত,বিকাশ প্রামাণিক,অধ্যাপক অভিজিৎ চক্রবর্তী প্রমুখ। কনভেনশনে উপস্থিত সমস্ত শিক্ষক-শিক্ষিকারাই সোচ্চার হন দ্রুত রাজ্যের স্কুলগুলি পুনরায় শুরু করা হোক এই দাবি নিয়ে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।