দাসপুরের সোনার কারিগরের লক্ষাধিক টাকার সোনা চুরি

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: নিজের কর্মচারীর বিরুদ্ধেই এবার কাজের সোনা চুরি করে গা ঢাকা দেবার অভিযোগ তুললেন দাসপুর থানার ঝুমঝুমি গ্রামের বাসিন্দা শ্রীদাম মণ্ডল। তিনি জানান,তিনি দিল্লির করোলবাগ এলাকায় দীর্ঘ দিন ধরে সোনার কাজ করছেন। কয়েকদিন আগেই লক্ষ্য করেন তাঁর কাজের সোনায় বেশ কয়েক গ্রাম সোনা ঘাটতি, পাশাপাশি কর্মচারীদের মধ্যে পাঁশকুড়া থানার বাকুলদার এক কর্মচারীও উধাও। সাথে সাথে কারখানার সিসি টিভি ফুটেজ দেখেন। তাঁর অভিযোগ, বাকুলদার ওই কর্মচারীই সোনা নিয়ে গা ঢাকা দিয়েছে। ওই সোনার আনুমানিক মূল্য প্রায় ৮ লক্ষ টাকা। শ্রীদামবাবু বলেন,আমি ইতিমধ্যেই এ বিষয়ে পুলিশকেও লিখিতভাবে জানিয়েছি। আমার সোনার পাকা বিলও রয়েছে। এই ভিডিও দেখে অভিযুক্তকের খোঁজ জানলে সাথে সাথে স্থানীয় পুলিশকে জানান।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।