চন্দ্রকোণায় বিজেপি কর্মীদের ব্যাপক মার,অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বাবলু সাঁতরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ করায় বিজেপি কর্মীর উপর চড়াও হয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শনিবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটে জেলার চন্দ্রকোণা-২ ব্লকের খিরেটি গ্রামে। ওই গ্রামেতেই বিজেপি কর্মী আশীষ ঘোষ তাঁর কাপড় দোকানে থাকাকালীন তৃণমূলের বেশকিছু দুস্কৃতি চড়াও হয়ে দোকান থেকে বের করে মারধর শুরু করে। ওই বিজেপি কর্মীর দাদা সুকান্ত ঘোষ তাতে বাধা দিতে গেলে তাঁর উপরেও চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ আক্রান্ত বিজেপি কর্মী আশীষ ঘোষের। ঘটনায় ওই বিজেপি কর্মীর মাথায় গায়ে চোট লাগে এবং তাঁর দাদার নাকে চোট লেগে রক্তাক্ত হন।এই ঘটনার খবর চন্দ্রকোণা থানার পুলিশকে জানানো হলে পুলিশ আক্রান্ত দুজনকেই চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎকার পর বাড়িতে পৌঁছে দেওয়া হয় পুলিশের তরফে এমনটাই জানান আক্রান্ত বিজেপি কর্মী। ওই বিজেপি কর্মীর অভিযোগ, একুশের বিধানসভা নির্বাচনে ফল ঘোষণার পর ৩ মে তাঁর বাড়িতে চড়াও হয়ে মারধর ও ভাঙ্গচুরের ঘটনা ঘটিয়েছিল তৃণমূলের দুস্কৃতীরা। ওই ঘটনার পর বাড়ি ছাড়া ছিল তিনি ও তাঁর পরিবার। জুন মাসের ২৪ তারিখ জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ জানানোর পর তার দিন পাঁচেক পর পরিবার সমেত বাড়ি ফেরেন তিনি। মানবাধিকার কমিশনে অভিযোগ জানানোর কারণেই শনিবার রাতে তাঁর দোকানে চড়াও হয়ে তাঁকে ও তার দাদাকে বেধড়ক মারধর ও হুমকি দিয়ে যায় তৃণমূলের দুস্কৃতীরা, এমনটাই অভিযোগ আক্রান্ত বিজেপি কর্মী আশিষ ঘোষের। বর্তমানে দুজনকেই প্রাথমিক চিকিৎসার পর পুলিশ সুরক্ষিতভাবে বাড়িতে পৌঁছে দেয় বলে জানান তিনি। যদিও এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে চন্দ্রকোণা-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জগজিৎ সরকার। বিজেপির কোনও অস্তিত্ব নেই ফল ঘোষণার পর ওদের নিজেদের মধ্যে কন্দোল চলছে। বেশকিছু জায়গায় তাঁর থেকেই এসব মিথ্যা অভিযোগ করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে এমনটাই জানান তিনি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।