মহকুমা জুড়ে ব্যবসায়ী কল্যাণ সমিতি ও ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে স্যানিটাইজেশন

সন্তু বেরা ও তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর স্থায়ী ব্যবসায়ী কল্যাণ সমিতি ও ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে দাসপুর বাজার ও সরকারি প্রতিষ্ঠান গুলি স্যানিটাইজ করা হল আজ ১ জুলাই। দাসপুর স্থায়ী ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক শিশিরকুমার মাজি বলেন, দাসপুর থানা, হাসপাতাল চত্বর সহ পুরো দাসপুর বাজার থেকে পীরতলা পর্যন্ত স্যানিটাইজ করা হয়েছে। আজকের স্যানিটাইজ প্রক্রিয়ার কাজে দাসপুর থানার অফিসারেরা এবং অগ্নি নির্বাপন দপ্তরের কর্মীরা আন্তরিক ভাবে সহযোগিতা করেছেন। এছাড়াও দাসপুর-১ ব্লকের বিডিও বিকাশ নস্কর নিজে উপস্থিত থেকে আমাদের কাজে যথেষ্ট সাহায্য করেছেন। কুন্তল পোড়িয়া, রিতেশ মাজি ও অতনু গোস্বামি আজকের সম্পূর্ণ কাজটি প্রথম থেকে শেষ পর্যন্ত পরিচালনা করেছেন এবং সহযোগিতা করেছেন সফলভাবে কাজটি করার ক্ষেত্রে।

প্রসঙ্গত, দাসপুর স্থায়ী ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে বেশ কিছুদিন আগে ব্যবসায়ীদের কোভিড ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল বলে জানান শিশিরবাবু। সেক্ষেত্রেও দাসপুর-১ ব্লকের বিডিও-র সহযোগিতায় প্রায় ১১৫ জন ব্যবসায়ীকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল।

অন্যদিকে ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকেই আজ ক্ষীরপাই পৌর এলাকারও বিভিন্ন বাজার, প্রশাসনিক ভবন স্যানিটাইজার করা হয়। চেম্বার অব কমার্সের এক সদস্য জানান,দাসপুর,ঘাটাল ও ক্ষীরপাই শহরের বিভিন্ন বাজার গুলি স্যানিটাইজ করেছেন তাঁরা। তাঁদের এই কাজের রিপোর্টিং মুখ্যমন্ত্রীকে জানাতে হচ্ছে।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।