এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে আদিবাসী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ,গ্রেপ্তার অভিযুক্ত

Published on: June 13, 2021 । 8:55 PM

আদিবাসী সম্প্রদায়ের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল দাসপুরে কাজ করতে আসা মুর্শিদাবাদের এক রাজ মিস্ত্রীর বিরুদ্ধে। ঘটনা দাসপুর থানার জালালপুর গ্রামের।

অভিযোগ ১১ই জুন শুক্রবার গ্রামের এক আদিবাসী তরুণীকে একা পেয়ে ধর্ষন করে মুর্শিদাবাদ থেকে আসা জালালপুরে ভাড়ায় থাকা রাজমিস্ত্রী আনিসুর আলি। দাসপুর পুলিশে অভিযোগ দায়ের হলে ১২ জুন শনিবার অভিযুক্তকে দাসপুর পুলিশ গ্রেপ্তার করে।

আজ রবিবার অভিযুক্তের ১৪ দিনের পুলিশ হেফাজত দিয়েছে ঘাটাল আদালত। ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্তের শাস্তির দাবি তুলেছেন আদিবাসি নেতা সনাতন হেমরম,রাকেশ নায়েকরা। অন্যদিকে অভিযুক্ত কে খুঁজে বের করে গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা গ্রহণে দাসপুর পুলিশের প্রশংসা করছেন রাকেশ নায়েক।

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭