তনপু ঘোষ: বিশিষ্ট সমাজসেবী গোকুলেন্দু বিশ্বাস প্রয়াত হলেন। ৩১ মার্চ রাত্রি ৮টা নাগাদ তিনি মারা গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। সাংস্কৃতিক, ক্রীড়া জগৎ সব ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ ছিল। তার মৃত্যুতে ক্ষীরপাই শহরে শোকের ছায়া নেমে আসে।
তনুপ ঘোষ
'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]





