এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

প্রার্থীর প্রচারে দেওয়াল লিখনে অভিনবত্ব, রং-তুলিতে হাত লাগাচ্ছেন যুব নেতা থেকে সাধারণ মানুষরাও

Published on: March 10, 2021 । 8:41 AM

নিজস্ব সংবাদদাতা:  দাসপুর বিধানসভায় তৃণমূলের প্রার্থী মমতা ভুঁইঞার সমর্থনে জোরকদমে চলছে দেওয়াল লেখনের কাজ। এবারের ভোটে দেওয়াল লেখনে বেশি ব্যবহৃত হচ্ছে ‘খেলা হবে’ স্লোগানটি। জনসাধারণও এই স্লোগানটিকে ভালই উপভোগ করছেন। পশ্চিম মেদিনীপুর জেলা যুব তৃণমূল সম্পাদকমণ্ডলীর সদস্য সন্তু মোদক বলেন, আমরা গোপীনাথপুর এলাকায় দেওয়াল লেখনে এলাকার মানুষের ভালই সাড়া পাচ্ছি। তৃণমূলের কর্মী সমর্থকরা ছাড়াও সাধারণ মানুষও দেওয়াল লেখনে হাত লাগিয়ে উৎসাহ দিচ্ছেন।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177