এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের রাজনগরে করোনার র‍্যাপিড টেস্টে নেগেটিভ শিক্ষকের পরিবার,পজিটিভ ১

Published on: August 19, 2020 । 7:15 PM

দাসপুর জুড়ে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। পিছিয়ে নেই দাসপুর ১ ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতও। এ সপ্তাহেই এলাকার ৫ জন নতুন করে করোনা আক্রান্ত। ব্লক স্বাস্থ্য দপ্তরের তরফে বুধবার সকাল থেকে করোনার র‍্যাপিড টেস্ট হল রাজনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয় চত্ত্বরে। রাজনগর বাজারের দোকানদাদেরও এই টেস্ট করানো হয়।

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে গ্রাম পঞ্চায়েত এলাকার ঘোষ পরিবারের যে শিক্ষক করোনায় আক্রান্ত হয়ে জেলা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন এদিন তাঁর পরিবারের অন্যান্য সদস্যদেরও অ্যান্টিজেন টেস্ট হয়।

পরিবারের সদস্যদের রিপোর্ট নেগেটিভ বলেই জানা গেছে। তবে এদিনের এই র‍্যাপিড টেস্টে এলাকার যদুপুর গ্রামের এক যুবকের দেহে মিলেছে করোনার সংক্রমণ। আক্রান্তের চিকিৎসার ব্যবস্থা করেছে জেলা স্বাস্থ্য দপ্তর। সবমিলিয়ে আজকের করোনা টেস্টে এলাকার একজন’ই পজিটিভ।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা