ঘাটাল মহকুমায় সংক্রমিত হয়েছেন•নতুন: ১০জন •রিপিট:০১জন [লালা রস নেওয়া হয়েছিল: ১৩আগস্ট ২০২০ • লালা রসের রিপোর্ট এসেছে: ১৫আগস্ট ২০২০] |
|
লালারস সংগ্রহের স্থান | কোথায় কতজন সংক্রমিত হয়েছেন |
অ্যান্টিজেন [সঙ্গে সঙ্গে রিপোর্ট] |
•ঘাটাল থানার মোট পাঁচ জন, দাসপুরের পাহাড়িদের মৃত এক জন(৫২) এবং রামজীবনপুরের ৬ নম্বর ওয়ার্ডের পিরিদের একজন(পুরুষ/২১)। |
ঘাটাল মহকুমা হাসপাতাল | ❖মোট:৩ জন। •১০ নম্বর গড়প্রতাপ নগরের একজন পুরুষ(পুরুষ/২৭), খানজাপুর গ্রামপঞ্চায়েতের গোপালপুরের পাঠকদের একজন(পুরুষ/২৯) এবং চন্দ্রকোণার ধানখণ্ডের এজন (পুরুষ/৫৭)। |
দাসপুর হাসপাতাল | •ঘাটাল মহকুমার কেউ নেই• |
সোনাখালি স্বাস্থ্য কেন্দ্র | •ঘাটাল মহকুমার কেউ নেই• |
বীরসিংহ হাসপাতাল | •ঘাটাল মহকুমার কেউ নেই• |
ক্ষীরপাই হাসপাতাল | •ঘাটাল মহকুমার কেউ নেই• |
চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতাল | •ঘাটাল মহকুমার কেউ নেই• |
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল | •ঘাটাল মহকুমার কেউ নেই• |
আয়ুস হাসপাতাল | •ঘাটাল মহকুমার কেউ নেই• |
শালবনী হাসপাতাল | দাসপুর-২ ব্লকের নিশ্চিন্তপুরের পোড়েদের একজন(পুরুষ/২৬)[শালবনী ও মেদিনীপুর আয়ুস হাসপাতালে সাধারণত রিপিট টেস্ট করা হয়। রিপিট টেস্ট মানে: করোনা সংক্রমিত হয়ে এই সমস্ত রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তি থাকা রোগীদের কয়েক দিন ছাড়া ফের লালা রস পরীক্ষা করে দেখতে হয়। |
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]। |