ঘাটাল মহকুমার করোনা সংক্রমণের রিপোর্ট: ১৫আগস্ট ২০২০

ঘাটাল মহকুমায় সংক্রমিত হয়েছেন•নতুন: ১০জন রিপিট:০১জন
[লালা রস নেওয়া হয়েছিল: ১৩আগস্ট ২০২০ • লালা রসের রিপোর্ট এসেছে: ১৫আগস্ট ২০২০]
লালারস সংগ্রহের স্থান কোথায় কতজন সংক্রমিত হয়েছেন
অ্যান্টিজেন
[সঙ্গে সঙ্গে রিপোর্ট]
•ঘাটাল থানার মোট পাঁচ জন, দাসপুরের পাহাড়িদের   মৃত এক জন(৫২) এবং রামজীবনপুরের ৬ নম্বর ওয়ার্ডের পিরিদের একজন(পুরুষ/২১)।
ঘাটাল মহকুমা হাসপাতাল মোট:৩ জন। •১০ নম্বর গড়প্রতাপ নগরের একজন পুরুষ(পুরুষ/২৭), খানজাপুর গ্রামপঞ্চায়েতের গোপালপুরের পাঠকদের একজন(পুরুষ/২৯) এবং  চন্দ্রকোণার ধানখণ্ডের এজন (পুরুষ/৫৭)।
 দাসপুর হাসপাতাল  •ঘাটাল মহকুমার কেউ নেই•
সোনাখালি স্বাস্থ্য কেন্দ্র  •ঘাটাল মহকুমার কেউ নেই•
বীরসিংহ হাসপাতাল •ঘাটাল মহকুমার কেউ নেই•
ক্ষীরপাই হাসপাতাল •ঘাটাল মহকুমার কেউ নেই•
চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতাল •ঘাটাল মহকুমার কেউ নেই•
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল   •ঘাটাল মহকুমার কেউ নেই•
আয়ুস হাসপাতাল  •ঘাটাল মহকুমার কেউ নেই•
শালবনী হাসপাতাল দাসপুর-২ ব্লকের নিশ্চিন্তপুরের পোড়েদের একজন(পুরুষ/২৬)[শালবনী ও মেদিনীপুর আয়ুস হাসপাতালে সাধারণত রিপিট টেস্ট করা হয়। রিপিট টেস্ট মানে: করোনা সংক্রমিত হয়ে এই সমস্ত রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তি থাকা রোগীদের কয়েক দিন ছাড়া ফের লালা রস পরীক্ষা করে দেখতে হয়।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!