এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বিধায়ক শঙ্কর দোলই ‘জয়শ্রীরাম’ ধ্বনি দিয়েই কি বিজেপি অভিমুখী হলেন?

Published on: August 4, 2020 । 10:49 AM

নিজস্ব সংবাদদাতা:রাখি পূর্ণমার দিনে একদিকে তৃণমূল সমর্থকরা যখন ঘাটালের এলডি ব্যাঙ্ক থেকে ঘাটালের বিধায়ক শঙ্কর দোলইকে ‘সরিয়ে’ দিয়ে নতুন একজনকে চেয়ারম্যানের চেয়ারে বসাতে ব্যস্ত। তৃণমূলের কয়েক নেতা ও কর্মী ঘাটাল-পাঁশকুড়া সড়কের উপর শঙ্কর বিসর্জনের শোভাযাত্রায় উল্লাস প্রকাশ করছেন ঠিক সেই সময়েই দলের প্রতি হতাশ শঙ্কর দোলই বিজেপি কর্মীদের সঙ্গে মিশে গিয়ে জয় শ্রীরাম ধ্বনি উচ্চারণ করে রাখি পরায় মাতলেন। ঘাটালের রাণীর বাজারে বিজেপি কর্মীদের সঙ্গে প্রকাশ্যে অনেকক্ষণ কাটালেনও। এই ঘটনায় সারা ঘাটাল মহকুমার রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে। সবারই মনে প্রশ্ন উঠেছে, কোণঠাসা তৃণমূলের ওই বিধায়ক কি এখন থেকেই বিজেপিতে যোগদান করার জন্য লবি তৈরি করছেন? এবিষয়ে অবশ্য শঙ্করবাবুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। •তৃণমূলের বিধায়ক শঙ্কর দোলইয়ের মুখে জয়শ্রীরাম ধ্বনিটি নিজমুখে শুনতে চাইলে এখানে ▶️ ক্লিক করতে পারেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad