দাসপুরের জয়রামচকে মাছের জালে চন্দ্রবোড়া,তারপর যা হল!

নিজস্ব সংবাদদাতা:বর্ষার বৃষ্টির জমা জলে সপ্তাহের মধ্যেই জলা জমতে বংশ বিস্তার করে ফেলে পুঁটি,মৌরলা,ট্যাঙরার মতো কুচো মাছের পাশাপাশি শোল,ল্যাটা শিঙ্গি মাগুরও। মাছ ধরার আশায় জমিতে,মাঠের আলে জাল পাতে সারা মহকুমার সাথে দাসপুরের জয়রামচক এলাকারও মানুষ। কে জানত সেই মাছের জালেই জড়িয়ে উঠে আসবে প্রকান্ড চন্দ্রবোড়া?

বর্ষার বৃষ্টির সাথে তাল মিলিয়ে দাসপুর ঘাটাল চন্দ্রকোণা জুড়ে বেড়েছে সাপের আনাগোনা। স্থানীয় সংবাদের পর্দায় বারে বারে ভেসে উঠেছে সাপের ছবি। তবে বলতে ভালো লাগছে বছরের পর বছর ধরে প্রচারের ফল মিলেছে। সাপ দেখলেই আর লাঠি হাতে সাপকে আঘাত করে মেরে ফেলায় বিশ্বাসী নন গ্রামবাসী। এখন সাপ দেখলেই আগে বনদপ্তরে ফোন করেন এলাকাবাসী।
আজও তাই হল।


আজ সোমবার দাসপুরের জয়রামচকে মাইতি পাড়া এলাকার খালে মাছ ধরার জন্য পেতে রাখা জালে জড়িয়ে উঠে আসে চন্দ্রবোড়া আর সেই সাপ উদ্ধারে ডাক পড়ে বনদপ্তরের কর্মীদের। উদ্ধার হয় সাপ। গ্রামবাসীদের এ উদ্যোগকে কুর্নিশ বন্যপ্রাণী প্রেমীদের।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!