উত্তম সামন্ত(বেলিয়াঘাটা): আজ ৪ জুলাই বিকেলে বজ্রাঘাতে একটি আকাশমণি গাছকে এই ভাবেই ছিন্নভিন্ন করে দিয়েছে। দাসপুর-১ ব্লকের বেলিয়াঘাটা থেকে ছবিগুলি তোলা হয়েছে। প্রসঙ্গত, আজ সকাল থেকেই ছিল তীব্র গরম। দুপুরের পর থেকে মেঘের মুখ ভার হয়ে আসে। বিকেল থেকে শুরু হয় ব্রজপাত। সেই বজ্রপাতেই আকাশমণি গাছটি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)








