এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বিজেপির পার্টি অফিস ঘিরে ঘাসফুল,দাসপুরে তুলকালাম

Published on: June 21, 2020 । 2:13 PM

সন্তু বেরা:দাসপুর থানায় লাওদায় বিজেপির পার্টি অফিসের চারপাশে ঘাসফুল অর্থাৎ তৃণমূলের পতাকা আর তার জেরেই রবিবারের সকালে উত্তেজনা ছড়াল ওই এলাকায়।

বিজেপির দাবি তৃণমূলই রাতের অন্ধকারে এই কাজ করেছে। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পাল্টা জবাব লাওদার ওই এলাকায় তাদের পতাই বাঁধা থাকে। ছিঁড়ে নষ্ট হয়ে যাওয়া পতাকা তাদের ছেলেরাই নতুন করে লাগিয়েছে। সবমিলিয়ে সূর্যগ্রহনের সকালে দাসপুরে বিজেপি তৃণমূলের রাজনৈতিক তর্জা জমজমাট।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭