এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে কন্যা সন্তান বিক্রি পরে উদ্ধার

Published on: June 3, 2020 । 9:14 PM

৫ হাজার টাকায় ঘাটালের এক কন্যা সন্তানকে বিক্রি করা হয়েছিল হাওড়াতে। আড়াই মাসের ওই শিশুর বাবার নামবাপন ধাড়া ও মায়ের নাম তাপসী ধাড়া।

ঘাটাল থানার এ এস আই কৌশিক সেন এবং চাইল্ডলাইন হাওড়া জেলার শ্যামপুর থেকে শিশুটিকে উদ্ধার করে এনে ঘাটাল হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেছেন। শিশুর মা ও বাবার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭