বীরসিংহ হাইস্কুলে ২৮ ফেব্রুয়ারি বিজ্ঞান বিষয়ক কর্মশালার আয়োজন

রবীন্দ্র কর্মকার: ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বীরসিংহ ভগবতী বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একদিনের বিজ্ঞান বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে।  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী এবং জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন উপলক্ষ্যে এই কর্মশালাটি হবে। মেদিনীপুর কলেজ, বিদ্যাসাগর ট্যালেন্ট হান্ট এবং যশোড়া বিদ্যাসাগর মানব বিকাশ কেন্দ্রের যৌথ উদ্যোগে কর্মশালাটির আয়োজন বলে জানান যশোড়া মানব বিকাশ কেন্দ্রের সম্পাদক তথা অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক পাল। এইদিন  সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে চলবে কর্মশালাটি। মাঝে থাকবে আহারের বিরতি। একদিনের ওই কর্মশালাতে অংশ নেবে বীরসিংহ ভগবতী বিদ্যালয় এবং বীরসিংহ বিদ্যাসাগর  বালিকা বিদ্যাপীঠের ৫০ জন শিক্ষার্থী। এছাড়াও ভগবতী বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ১৫জন একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রী ওই কর্মশালায় থাকবে।

মূলত ল্যাবমুখী ওই কর্মশালায় ছাত্র-ছাত্রীদের দুটি ভাগে ভাগ করে পর্দাথ, রসায়ন ও জীববিদ্যার ওয়ার্কসপ হবে। কর্মশালার শেষ একঘন্টা শিক্ষার্থীদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া হবে। ছাত্র-ছাত্রীরা তাদের প্রতিক্রিয়া জানাবে। বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় থাকবে বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীরা।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!