এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে ছাত্রীর শ্লীলতাহানি: বৃদ্ধ শিক্ষককের জেল হেফাজত

Published on: February 24, 2020 । 9:14 AM

নিজস্ব সংবাদদাতা: দাসপুর থানার গোকুলনগরে তৃতীয় শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল পাশের গ্রাম দাদপুরের ষাটোর্ধ্ব গৃহ শিক্ষক নিমাইচাঁদ চক্রবর্তীর বিরুদ্ধে। ২২ফেব্রুয়ারি তাঁকে পুলিশ গ্রেপ্তার করে । তাঁর বিরুদ্ধে পসকো (প্রোটেকশান অফ চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট) ধারা আরোপ করা হয়। ২৩ ফেব্রুয়ারি তাঁকে ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল ফেজাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানানো হয়েছে। প্রসঙ্গত, তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি পড়াতে গিয়ে গোকুলনগরের ন’বছরের ওই ছাত্রীর ধারাবাহিক শ্লীলতাহানি করতেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।