এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে প্রতিবন্ধীদের মোটর চালিত ট্রাইসাইকেল দেওয়া হল

Published on: February 15, 2020 । 8:50 PM

রবীন্দ্র কর্মকার: দাসপুরের শিল্পপতির উদ্যোগে প্রতিবন্ধীদের মোটরচালিত ট্রাই সাইকেল বিতরণ করা হল। আজ ১৫ ফেব্রুয়ারি গোপালপুর গ্রামের বাসিন্দা তথা শিল্পপতি এস এস আলমের বাসভবন প্রাঙ্গণে আলম চ্যারিটেবেল ট্রাস্টের পরিচালনায় আয়োজিত এই শিবিরে প্রায় ১১৭ জন দিব্যাঙ্গ ব্যক্তিদের ট্রাই সাইকেলগুলি তুলে দেওয়া হয়। এই শিবিরের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন, রাজ্যসভার সাংসদ ইমরান হাসান, ঘাটালের মহকুমা শাসক অসীম পাল, দাসপুর-২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি অরুণ মুখোপাধ্যায়, দাসপুর- ২ পঞ্চায়েত সমিতির কর্ম্যাধক্ষ স্বপন আলু,তোজাম্মেল হোসেন, গোপালপুর হাইস্কুলের প্রধান শিক্ষক বিমলেন্দু পাল, দাসপুর-১ ও ২ ব্লকের বিডিও প্রতিনিধি, সমাজসেবী সুদীপ মণ্ডল প্রমুখ। এদিন সকাল থেকেই এই শিবিরে বিশেষ চাহিদাসম্পন্ন বহু মানুষ ভিড় করেন। মোটরচালিত ট্রাই সাইকেলগুলি পেয়ে খুবই খুশি শিবিরে জমায়েত মানুষজন।

 

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now