মনসারাম কর: ক্রীড়া প্রতিযোগিতা এবং রক্তদান শিবিরকে কেন্দ্র করে উৎসবের মেজাজে মেতে উঠল ঘাটাল থানার বালিডাঙ্গা এলাকা। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার ছিল বালিডাঙ্গা বিনয়-বাদল-দীনেশ স্পোটিং ক্লাবের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা এবং রক্তদান শিবির। এই দিন পাশাপাশি কয়েকটি স্কুলের কয়েকশো ছাত্র-ছাত্রী এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। রক্তদান শিবিরে ৩ জন মহিলা সহ মোট রক্তদাতার সংখ্যা ৬০ জন। ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল কচিকাঁচাদের জন্য দুপুরের খাওয়ার ব্যবস্থাও ছিল এখানে। দিনভর বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে খুশি ছোট ছোট ছেলেমেয়েরাও। এই নিয়ে ক্লাব সম্পাদক পিন্টু পাঁজা বলেন, প্রতি বছরের মত এবছরও আমরা সকল স্তরের মানুষজনকে নিয়ে আমাদের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা এবং রক্তদান শিবির সফল করতে পেরে আমরা খুশি, এর জন্য এলাকার মানুষ আমাদের অনেক সহযোগিতাও করেছেন, সুষ্ঠু সমাজ গড়তে ও মানুষের পাশে দাঁড়াতে আমরাও সারাবছর নানান সামাজিক কাজকর্ম করে থাকি, আমাদের পাশে থাকার জন্য এলাকাবাসীকে ধন্যবাদ। ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলেই।