এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

গর্ভবতী মায়েদের সাধভক্ষন হল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

Published on: August 30, 2019 । 7:42 PM

হবু মায়েদের সাধভক্ষন করানো হল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। আজ ৩০ আগষ্ট, দাসপুর-২ ব্লকের পাঁচগেছিয়া প্রথম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চারজন গর্ভবতী মহিলাকে সাধভক্ষন করানো হয়। চারজন হবু মায়েরা হলেন পাঁচগেছিয়ার মলি চক্রবর্তী, শেফালী দাস,কৃষ্ণা দাস এবং কুলটিকরির শোভনা মাইতি।

হবু মায়েদের সেন্টারে নিয়ে এসে মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের আশীর্বাদ করে সাধভক্ষনে বসানো হয়।

মেনুতে ছিল প্রোটিন, আয়রণ,ক‍্যালসিয়াম সমৃদ্ধ পুষ্টিকর সব খাদ্য, যেগুলো গর্ভাবস্থায় ঠিকমতো খাওয়া উচিত। ডিমসেদ্ধ,সয়াবিন, কাঁচকলা ভাজা, ডুমুর ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুঁদরি ভাজা, পায়েস, দই, মিষ্টি।

তবে এই সাধভক্ষন অনুষ্ঠান রাজ‍্যজুড়েই পালিত হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে। রাজ‍্যসরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে শিশুর অন্নপ্রাশন, সাধভক্ষন সব কিছুই পালন করা হবে প্রত‍্যেক মাসের তৃতীয় বা চতুর্থ শুক্রবার।

গ্রামের দিকে গর্ভবতী মায়েদের কেমন যত্ন নেওয়া উচিত সে সম্পর্কে সচেতনতা কম থাকে। তাই সচেতনতা বৃদ্ধির জন‍্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সেন্টারের দিদিমণি প্রতিমা মান্না।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা