শম্পা পাল: মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানে আসা আমন্ত্রিত অতিথিদের হাতে চারা গাছ তুলে দিলেন বাবা-মা। আজ ৫ আগস্ট এমনই দৃশ্য দেখা গেল ঘাটাল ব্লকের আলুই গ্রামে। এদিন ওই গ্রামের বাসিন্দা কিঙ্কর দোলই এবং মৌমিতা দোলইয়ের কন্যা আদ্রিকার অন্নপ্রাশন অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কয়েক শ অতিথি। খাওয়া-দাওয়া সেরে তাঁরা যখন বাড়ি ফিরে যান তখনই দোলই পরিবারের পক্ষ থেকে তাঁদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। কিঙ্করবাবু বলেন, দিনকে দিন কারণ-অকারণে সবুজ নষ্ট হয়ে যাচ্ছে। তাই সমাজে সবুজ বৃদ্ধির লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। আমরা জানি, সমস্ত আমন্ত্রিতর পক্ষে বাড়িতে গিয়ে এই চারা গাছ লাগানো সম্ভব হবে না। কারোর বা গাছ লাগানোর ইচ্ছে থাকলেও পরিস্থিতি নেই। কিন্তু তবুও যদি এর মধ্য থেকে কয়েকজনও আমার দেওয়া চারগাছ লাগান তাহলেই আমার উদ্দেশ্য সফল হবে।