তৃপ্তি পাল কর্মকার: অন্যান্য বছরের মতো এবছরও শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের শুভ জন্ম মহোৎসব পালন করছে ঘাটাল শহরের কুশপাতা সৎসঙ্গ বিহার। ৩ ফেব্রুয়ারি সকাল থেকে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩১তম শুভ জন্ম মহোৎসব এবং শ্রীশ্রী পিতৃদেবেবর ৪৪তম শুভাগমন স্মরণোৎসব অনুষ্ঠিত হবে জানিয়েছেন সৎসঙ্গ বিহারে পক্ষে গৌরহরি সামন্ত। অনুষ্ঠানগুলির মধ্যে থাকছে —
সানাই ও ঊষা কীর্তন (সকালে) •শ্রীশ্রীঠাকুরের বাণীপাঠ (সকাল ৬টা ১৪মিঃ) •সঙ্গীতাঞ্জলি(বেলা ১০টা ৩০মিঃ) •প্রসাদগ্রহণ(বেলা ১১টা থেকে) •সমবেত কীর্তন(বেলা সাড়ে ১১টায়) •নৃত্যানুষ্ঠান(দুপুর ১২টায়) •সাধারণ সভা(দুপুর ১টায়) •ছড়ার গান(বেলা ৩টায়) •মাতৃ সম্মেলন (বেলা সাড়ে ৩টায়) •শ্রীশ্রীপিতৃদেবের শুভাগমন লগ্ন ঘোষণা(বিকেল ৫টা২০মিনিটে) •সমবেত সান্ধ্য বিনতি প্রার্থনা (৫টা ৩৬ মিনিটে) •বিচিত্রা অনুষ্ঠান (সন্ধ্যা ৬টায়)।
বিস্তারিত জানতে যোগাযোগের নম্বর: 9933030959/9434896833