এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

স্কুলটাইমে রাজনীতি নয়,পদে বসেই নিজের দলের শিক্ষক সংগঠনের শিক্ষকদের সচেতন করলেন দাসপুরের নতুন পঞ্চায়েত সভাপতি

Published on: September 4, 2018 । 6:42 PM

সৌমেন মিশ্র,দাসপুর:আপাত নীরিহ তৃণমূলের দক্ষ সংগঠক ও তৃণমূল নেতা সুনীল ভৌমিক আজ দাসপুর-১নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি পদে মনোনীত হলেন।
সভাপতির আসনে বসেই শিক্ষক শিক্ষিকাদের তাঁদের দায়িত্ব সম্বন্ধে সচেতন করেদিলেন সুনীলবাবু।

এদিন তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সুনীল বাবুকে শুভেচ্ছা জানাতে গেলে কথায় কথায় সুনীলবাবু শিক্ষকদের জানালেন,অভিভাবকরা বর্তমানে অনেক বেশি সচেতন তাই আপনাদের বেশিকরে সচেতন থাকতে হবে বিদ্যালয়ের পঠন পাঠন ও মিডডে মিলের কাজে৷ স্কুলের সময়ে রাজনীতি থেকে বিরিত থাকতে উপদেশ দিলেন নিজের দলের শিক্ষক সংগঠনের শিক্ষক শিক্ষিকাদেরই।
দাসপুর-১ নম্বর পঞ্চায়েত সমিতির নতুন সভাপতির এই বক্তব্যে খুশি দাসপুরবাসী।

বান্টি

▪️সাংবাদিক▪️ঘাটাল মহকুমা▪️৭০০১২৭৮১২৪

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now