•দুদিন ধরে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান করল দাসপুর-১ ব্লকের সুরতপুর শ্রীঅরবিন্দ শতবার্ষিকী বিদ্যামন্দির। ২৯ তারিখ উৎসবের শুভ উদ্বোধন করেন ভবানন্দ মঠের অধ্যক্ষ হৃদয়ানন্দ ব্রহ্মচারী। ছাত্র-ছাত্রীদের তৈরি মডেল ও আঁকা চিত্রের প্রদর্শনী কক্ষের দ্বার উন্মোচন করেন দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক। ৩০ জানুয়ারি সকাল ১১টায় দ্বিতীয় দিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন আনন্দমার্গের সুমিত্রানন্দ মহারাজ। ওই দিন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য নির্মিত জিমনাসিয়াম -এর উদ্বোধন করেন দাসপুর-১ ব্লক যুব কল্যাণ আধিকারিক সুকুমার মাইতি। এরপর ২০১৮ সালের বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি প্রথম দশ জন করে ছাত্র ছাত্রীকে বিশেষ ভাবে সংবর্ধিত করা হয়। সেই সঙ্গে শুভেচ্ছা জ্ঞাপন করা হয় বর্তমান বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে। শুভেচ্ছা জ্ঞাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারাশঙ্কর দাসবৈরাগী, দাসপুর-২ ব্লকের বরুণা সৎসঙ্গ হাই স্কুলের প্রধান শিক্ষক সুজিত বন্দ্যোপাধ্যায় , দাদপুর হাই স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার খাঁড়া, দাসপুর-১ ব্লকের শিক্ষা দপ্তরের দুই আধিকারিক অশোক কুমার মাইতি ও তপন কুমার পালধি প্রমুখ। সুমিত্রানন্দ মহারাজের অমৃত ভাষণ ও যোগ প্রদর্শন সমস্ত ছাত্র ছাত্রী সহ উপস্থিত সকলকে মুগ্ধ করেন। দুদিন ব্যাপী অনুষ্ঠানে বিদ্যালয়ের পড়াশোনায় অগ্রসর ছাত্র -ছাত্রীদের বৃত্তি ও পুরস্কার প্রদান করা হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে সফলদেরও সংবর্ধিত করা হয়। বক্তৃতা , আবৃত্তি , সংগীত ও নৃত্য পরিবেশনের পাশাপাশি ছাত্র ছাত্রীদের অভিনীত দুটি নাটক দুদিনের এই উৎসবকে উপভোগ্য করে তোলে। শারীরিক অসুস্থতা সত্বেও উদ্বোধনী সভায় পৌরোহিত্য করেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি কানাই লাল মান্না।
Home রকমারি ক্রীড়া/অনুষ্ঠান সুরতপুর শ্রীঅরবিন্দ শতবার্ষিকী বিদ্যামন্দিরের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান