রক্তদান শিবিরে মরণোত্তর দেহ দান করে নজির গড়ল দাসপুর সিপিএমের লোকাল কমিটির তাদেরর যুব সংগঠন ডি ওয়াই এফ আই এবং এস এফ আই।। আজ ছুটির দিনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশা পাশি মরণোত্তর দেহদানের ব্যবস্থা রেখেছিল তারা। শিবির শেষে স্বেচ্ছায় রক্ত দাতার সংখ্যা ৩৫ হলেও মরণোত্তর দেহ দানের সংখ্যাটা বেশ তাক লাগানো। সমস্ত কুসংস্কার ঝেড়েফেলে দাসপুরের এই শিবিরে ১৪ জন মানুষ আজ লিখিত অঙ্গীকার করলেন তাঁদের মৃতুর পর তাঁদের দেহ মানুষের সেবায় ব্যবহার করার জন্য।
দাসপুর পোষ্ট অফিসের সামনে হওয়া আজকের এই শিবিরে উপিস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই এর জেলা সভাপতি রণজিৎ পাল,এস এফ আই এর জেলা সম্পাদক প্রসেনজিত মুদি ছাড়াও স্থানীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। ডি ওয়াই এফ আই এর দাসপুর লোকাল কমিটির সম্পাদক তুহিন সামন্ত বলেন, দাসপুরের বুকে ১৪ জন মানুষ মরণোত্তর দেহ দান করলেন এটা সত্যিই মানুষের চিন্তাভাবনার এক আমূল পরিবর্তন ।
মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp