এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সপ্তাহের শুরুতে একাধিক মেলার উদ্বোধন হল দাসপুরে

Published on: December 25, 2018 । 3:02 PM

শীতের আমেজে উৎসবের আনন্দে মাতোয়ারা দাসপুরের মানুষ৷ গত ২৪ তারিখ থেকে দাসপুর-২ ব্লকের সোনাখালিতে শুরু হয়েছে সবুজ সাথী উৎসব৷ ওই ব্লকের চাঁইপাটে আজ ২৫ ডিসেম্বর থেকে শুরু হল বিদ্যাসাগর-শরৎ-সুকান্ত সাংস্কৃতিক উৎসব৷

ওই দুই উৎসব চলবে আগামী সাত দিন ধরে৷ উৎসব কমিটিগুলির তরফে আয়োজন করা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের৷ এছাড়াও সন্ধে বেলায় মানুষের মনোরঞ্জনের জন্য আয়োজন করা হয়েছে দূরদর্শনের খ্যাতনামা শিল্পীদের অনুষ্ঠান৷

বান্টি

▪️সাংবাদিক▪️ঘাটাল মহকুমা▪️৭০০১২৭৮১২৪