বৃহস্পতিবার কাশ্মীরে জঙ্গিহানায় নিহত জওয়ানদের আত্মার শান্তিতে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করল রাজনগর ব্যাবসায়ী উন্নয়ন সমিতির সদস্য দোকানদাররা। আজ সন্ধ্যেতে ব্যাবসায়ী সমিতির এই মৌনমিছিল সারা রাজনগর বাজার প্রদক্ষিণ করে অস্থায়ী শহীদ বেদীতে এসে থামে। সেখানে ৪২ জন শহীদ সেনার উদ্দেশ্যে মোমবাতি জ্বালিয়ে তাঁদের আত্মার শান্তি কামনা করা হয়।