এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

রামদেবপুরে রক্তদান শিবির

Published on: February 23, 2019 । 8:17 PM

শুভদীপ জানা: আজ ২৩ ফেব্রুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে  রক্তদান শিবিরের আয়োজন করল  দাসপুর থানার   রামদেবপুর দক্ষিণ পল্লি ইয়ং বয়েজ ক্লাব। রক্তদান ছাড়াও ক্লাবের পক্ষ থেকে   দুঃস্থদের   শীতবস্ত্র ও শাড়ি প্রদান করা হয় এবং সমস্ত রক্তদাতাদের   একটি করে চারা গাছ দেওয়া হয়েছে।   অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই, দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা, দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনিল দোলই,  রাজনগর গ্রামপঞ্চায়েতের প্রধান    অরুণ দোলই  প্রমুখ। আজ রক্তদান শিবিরে  ১০ জন মহিলা সহ ৪২ জন রক্তদান করেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now