এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বৃদ্ধাশ্রমে গিয়ে ঘটা করে স্ত্রীর জন্মদিন পালন করলেন ঘাটালের যুবক

Published on: July 23, 2019 । 11:19 PM

নিজস্ব সংবাদদাতা: উৎসবের দিনে যাঁদের কথা মনেই পড়ে না তাঁদেরকে নিয়েই স্ত্রীর জন্ম দিন পালন করলেন ঘাটাল শহরের এক যুবক।   ঘাটাল শহরের আড়গোড়া ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অতনু বিশ্বাসের ওই অভিনব প্রয়াসে অভিভূত অনেকেই।  কারণ, বাড়ির কোনও   অনুষ্ঠানে সকলে ধোপদুরস্ত পোশাকে হাতে বড় বড় উপহার নিয়ে প্রবেশ করা অতিথিদেরই দেখতে পছন্দ করেন  বেশির ভাগ মানুষ। সেক্ষেত্রে অতনুবাবু উৎসবের পুরো পরিবেশটাকেই বৃদ্ধাশ্রমে টেনে নিয়ে এসে বাড়ি ছেড়ে অবহেলায় থাকা বৃদ্ধ-বৃদ্ধাদের মাতিয়ে তুললেন।   অতিথিদের কাছ থেকে উপহার নেওয়া তো দূরের কথা অতনুবাবুরাই অতিথিদের হাতেই উপহার তুলে দিলেন। আজ ২৩ জুলাই অতনুবাবুর মিসেস শর্মিষ্ঠা আচার্য বিশ্বাসের জন্মদিন ছিল। সেই জন্ম দিনটি পালনের জন্য তাঁরা বেছে নিয়েছিলেন ঘাটাল কলেজের সামনের বৃদ্ধাশ্রমটিকে। আজ সেখানেই ওই দম্পতি বন্ধু-বান্ধবদের নিয়ে চলে আসেন। বৃদ্ধাশ্রমের ২৫ জন আবাসিক বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে চলে কেক কাটা সহ জন্ম দিনের যাবতীয় অনুষ্ঠান। দুপুরে ছিল কব্জি ডুবিয়ে খাওয়ার ব্যবস্থা। বৃদ্ধাশ্রমের আবাসিকরা এমন অনুভূতির স্বাদ কখনও পাননি। তাঁরা বলেন, দূর থেকে অনুষ্ঠানের কতো কোলাহল শুনতে পাই। আমাদের  ভাগ্যে নেমন্ত্রণ কখনও জোটে না। আজ এভাবে আমাদের সঙ্গে নিয়ে জন্ম দিনের উৎসব করা হবে সেটা কখনই ভাবতে পারিনি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা