এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে পথঅবরোধ চন্দ্রকোণায়

Published on: June 10, 2019 । 2:06 PM

সন্দেশখালির ঘটনায় বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে পথঅবরোধ চন্দ্রকোনায়।রাজ্য বিজেপির ঘোষিত কর্মসূচী অনুযায়ী এদিন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার গাছশীতলা মোড়ে প্রায় একঘন্টা রাজ্যসড়ক অবরোধ করে চন্দ্রকোনা বিজেপির দক্ষিন মন্ডল।

চন্দ্রকোনা ব্লক অফিস থেকে মিছিল করে গাছশীতলা মোড়ে আসে দলীয় কর্মীরা।এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্যসড়ক,বিভিন্ন রুটের বাস ও ট্রাক দাঁড়িয়ে পড়ে।তৃনমুলের দুস্কৃতিদের হাতে খুন হয়েছে বিজেপির কর্মীরা এঘটনায় ধিক্কার জানানো হয় চন্দ্রকোনা বিজেপির তরফে।একে একে চন্দ্রকোনা বিজেপির নেতৃত্বদের বক্তব্য পেশের পর প্রায় এক ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now