তৃপ্তি পাল কর্মকার: ২ফ্রেবুয়ারি পাঁঁচবেড়িয়া রামচন্দ্র স্মৃতি শিক্ষামন্দিরের মাঠে অনুষ্ঠিত হয়ে গেল দাসপুরের অন্যতম জনপ্রিয় ক্যুইজ সংস্থা, টিম ক্যুইজোন, দ্য আলটিমেট ব্রেন ওয়ার এর পরিচালনায় ‘ক্যুইজ ফিয়েস্তা’, ২০১৯। রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই সারাদিন ব্যাপী অনুষ্ঠানে অংশ নিতে আসেন ক্যুইজ প্রেমী মানুষ। অনুষ্ঠানের শুরুতেই এলাকার বিভিন্ন ক্যুইজ সংগঠনগুলিকে সম্বর্ধিত করা হয়। ক্যুইজোনের ক্যুইজ মাস্টার শীর্ষেন্দু ভট্টাচার্য ছাড়াও গেস্ট ক্যুইজ মাস্টার হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের শ্যামসুন্দরপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণাংশু প্রধান, নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের জনপ্রিয় শিক্ষক পার্থ প্রতিম মান্না ও সোনাখালির বাসিন্দা ক্যুইজপ্রেমী শঙ্কর চক্রবর্তী। এলিমিনেশন ও সেমিফাইনালের সম্মিলিত স্কোরের ভিত্তিতে মোট আটটি টিম ফাইনাল খেলে। চ্যাম্পিয়ন হয় জি বাংলার দাদাগিরি ২০১৬ সালের সিজন চ্যাম্পিয়ন দীপসুন্দর দিন্ডা ও জলসরার অনুব্রত চক্রবর্তী। দ্বিতীয় হয় হলদিয়া থেকে আগত সন্দীপন দাস ও কৌশিক মাঝি জুটি। আর তৃতীয় হয় মনসুকার তমাল মিশ্র। উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে সভাপতির আসনে ছিলেন পাঁচবেড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক তাপস কুমার মাইতি। সন্ধ্যায় মহিলাদের নিয়ে অনুষ্ঠিত হয় জমজমাট গেম শো– ‘তুমিই প্রথমা’। সমগ্র অনুষ্ঠান ঘিরে এলাকার মানুষের উৎসাহ ও অনুপ্রেরণা ছিলো চোখে পড়বার মত।