শ্রীকান্ত আদক: আজ ৩১ জানুয়ারি ২০১৯ থেকে কিসমত নাড়াজোল মদন মোহন ফুটবল ময়দানে শুরু হল নাড়াজোলে অজিত ভুঁইঞা স্মৃতি মেলা-২০১৯। চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। দাসপুরের প্রয়াত বিধায়ক অজিত ভুইয়ার স্মৃতিতে ওই মেলাটি হয়ে আসছে। সাতদিন ধরেই মেলাতে নানা রকম প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে মেলা কমিটি সূত্রে জানানো হয়েছে।