পুরানো প্রাচীন রাজবাড়ি মানেই আভিযাত্য!
ইতিহাসের পাতায় আমরা পড়ি রাজবাড়ির নানান ইতিহাস।
আমাদের ঘাটাল মহকুমার নাড়াজোল রাজবাড়ির নাম ডাক এখন মহকুমা জেলা ছাড়িয়ে রাজ্য ও দেশেও স্থান করেছে।
সেই নাড়াজোল রাজবাড়ির কিছু অলৌকিক কাহিনী এবার এভাবেই উঠে আসবে স্থানীয় সংবাদের মাধ্যমে বিশ্বে দরবারে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)






