মাধ্যমিক পরীক্ষার আগেই শুরু মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা। চলবে আগামী ১ জানুয়ারি ২০১৯ পর্যন্ত। দাসপুর নবীন সংঘের পরিচালনায় রাজ্যজুড়ে মোট ৪টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে মাধ্যমিক মক টেস্ট ২০১৯। নবীন সংঘের পক্ষে জানানো হয়েছে এবার রাজ্যের মোট ৬১টি বিদ্যালয় থেকে মোট ২৫৬ জন মাধ্যমিক পরীক্ষার্থী এই মক টেস্টে অংশ নিচ্ছে।
শিশুদের মধ্যেই ভগবান লুকিয়ে,সেই শিশুদেরই খুশি করে চলেছেন দাসপুরের বাবাজি
নবীন সংঘের পক্ষে বাংলার অধ্যাপক উজ্জ্বল চৌধুরী জানান মূলত ৫টি উদ্দেশ্য নিয়ে তাদের এই মক টেস্ট।
উদ্দেশ্যগুলি হল:-
১)পরীক্ষাভীতি দূর করে পরীক্ষার্থিদের মধ্যে আত্মবিশ্বাস জাগানো।
২)অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা পরীক্ষার্থীদের ভুলগুলি ধরিয়ে দিয়ে তাদের পারদর্শী করে তোলা।
৩)পরীক্ষার্থীদের লেখার মান আরও বাড়িয়ে দেওয়া।
৪) Doubt Clearing Class এর মাধ্যমে পরীক্ষার্থীদের পরীক্ষা বিষয়ে যাবতীয় সমস্যার সমাধান।
৫) WBBSE এর নিয়ম অনুযায়ী মূল্যায়ন।
দাসপুর আমডাঙরায় তৃণমূল-বিজেপি কেউই জমি ছাড়তে নারাজ,আঙুল তুলেছে একে অন্যের দিকে
পরীক্ষা কেন্দ্রগুলি হল দাসপুর বিদ্যাসাগর নার্শারী স্কুল(দাসপুর),বরুনা সৎসঙ্গ হাইস্কুল(দাসপুর),ঘাটাল যোগদা সৎসঙ্গ শ্রীযুক্তেশ্বর বিদ্যাপীঠ(ঘাটাল) এবং আসানসোল চিত্তরঞ্জন পার্কের নৈবেদ্য।
মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp