দাসপুরে দেওয়াল লিখনে শাসকদলের বাধা! শাসক দলের কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিল সিপিএম

লোকসভা নির্বাচন ঘোষণার দিনেই শাসক দলের বিরুদ্ধে ঘোরতর অভিযোগ তুলে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করল দাসপুরের সিপিএমের কর্মী সমর্থকরা।লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার সাথে সাথে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের ব্যস্ততা তুঙ্গে। নিজেদের দলীয় প্রার্থীদের প্রচারে দেওয়াল লিখন একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই দেওয়াল লিখন নিয়েই দাসপুর-১ নম্বর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ধর্মা গ্রামের সিপিএম কর্মী সমর্থকদের অভিযোগ, তাঁদেরকে দেওয়াল লিখতে দিচ্ছে না স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

এনিয়ে সিপিএমের পক্ষে একটি লিখিত অভিযোগ দাসপুর বিডিওর কাছে জমা দেন তাঁরা। ধর্মা গ্রামের সিপিএম কর্মী অরূপ দোলই জানান,তাঁরা গৃহকর্তার অনুমতি নিয়েই ধর্মা এলাকায় দেওয়াল লিখন করলেও স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাঁদেরকে দেওয়াল লেখায় বাধা দিচ্ছে।

তবে এই অভযোগ নস্যাৎ করেছেন জেলার যুব তৃণমূলের সহ সভাপতি সুদীপ মণ্ডল। তিনি বলেন, এসব অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।