এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে টেস্ট পেপার বিতরণ

Published on: January 7, 2019 । 1:53 AM

সিপিএমের ছাত্র সংগঠন এস.এফ.আইয়ের উদ্যোগে ছাত্রছাত্রীদের টেস্ট পেপার বিতরণ করা হল। ৬ জানুয়ারি সুলতানগরে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দনপুর হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক উমাশঙ্করনিয়োগী, রাম সামন্ত, এসএফআইয়ের পশ্চিমমেদিনীপুর জেলাসম্পাদক প্রসেনজিৎমুদী প্রমুক। এসএফআইয়ের কলোড়া লোকাল কমিটির নেতা সৈকত দিন্দা বলেন, টেস্ট পেপার বিতরণটি কলোড়া লোকাল কমিটির উদ্যোগে হয়েছিল। মোট ছ’টি স্কুলের নির্বাচিত পড়ুয়াদের টেস্টপেপার দেওয়া হয়েছিল। স্কুলগুলি হল নন্দনপুর, পাঁচবেড়িয়া, পার্বতীপুর,সরবেড়িয়া, তিওরবেড়িয়া এবং খুকুড়দহ।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad