এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের রাজনগর রামগড়ে বাইক দুর্ঘটনা

Published on: November 8, 2018 । 10:25 PM

দাসপুরের রাজনগর রামগড়ে বাইক দুর্ঘটনা৷ আজ রাত ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুই যুবককে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে৷ তাদের ক্ষত এমনি ঘোরতর যে তাঁদের সনাক্ত করা সম্ভব হচ্ছে না। বর্তমানে তাঁরা ঘাটাল হাসপাতালে ভর্তি রয়েছেন৷

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364