সনাতন ধাড়া: ২৩ মার্চ দাসপুর-১ব্লকের পুরুষোত্তমপুর নবশক্তি সংঘের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হোল। এদিন সকালে ক্লাবের পক্ষ থেকে সদস্য ও গ্রামবাসীদের নিয়ে প্রভাতফেরি, মঙ্গলদ্বীপ প্রজ্বলন ও পুলওয়ামায় জঙ্গিহানায় নিহত বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের মধ্য দিয়ে বার্ষিক অনুষ্ঠানের সূচনা হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গান্ধিমিশন ট্রাস্টের সম্পাদক নারায়ন ভাই৷ ক্লাব সম্পাদক তন্ময় বন্দ্যোপাধ্যায় ও সভাপতি বরুনকুমার পাল জানান, এদিনের রক্তদান শিবিরে দুজন মহিলা সহ মোট ৩৭ জন রক্ত দান করেন এবং রক্ত সংগ্রহ করে ঝাড়গ্রাম ব্লাড ব্যাঙ্ক৷ ক্লাব সম্পাদক তন্ময়বাবু আরও জানান, পুরুষোত্তমপুর নবশক্তি সংঘ শুধু বছরের নির্দিষ্ট দিনেই একটা অনুষ্ঠান করে না৷ সারা বছরই তাঁদের ক্লাব নানা সমাজসেবামুলক কাজে যুক্ত থাকে৷ ক্লাবের পক্ষে কাজল পাল, রামপ্রসাদ বেরা,দেবেন্দ্রনাথ বাঙ্গাল, কল্যান চট্টোপাধ্যায়,অমিত দত্ত, জগদীশ পাল,অসিত পাল, সুজিত বাঙ্গাল, সোনা বোস, মিলন চট্টোপাধ্যায়, সৌমেন চক্রবর্তী ও দেবাশীষ বসুরা জানান, ২৩ ও ২৪ মার্চ দুদিন ধরে ওই ক্লাবের অনুষ্ঠান চলবে৷ শেষ দিন রয়েছে ক্লাব ফুটবল মাঠে চার দলীয় ফুটবল খেলা৷