সনাতন ধাড়া,সাগরপুর:বিগত বছরগুলির মতোই এবছরও নিজের বিদ্যালয়ে নিজের হাতে সরস্বতী প্রতিমা তৈরি করল দাসপুর-১ ব্লকের সাগরপুর স্যার আশুতোষ উচ্চ বিদ্যালয়ের এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী বিকাশ মাইতি। বিকাশ এই নিয়ে নিজের বিদ্যালয়ে পর পর চার বছর সরস্বতী প্রতিমা বানাল ৷ ছোট বেলা থেকেই প্রতিমা তৈরির নেশা বিকাশের মধ্যে ৷ বিকাশ জানায় সে কারও কাছে প্রতিমা গড়া শেখেনি, সম্পূর্ণ নিজের ইচ্ছে ও এই শিল্পটাকে ভালোবেসেই বিভিন্ন দেবদেবীর প্রতিমা বানায় সে। তার স্কুলের প্রধান শিক্ষক মানসকুমার মান্না বিকাশকে এ বছর স্কুলের প্রতিমা তৈরি করা থেকে বিরত থাকতে বলেছিলেন ৷ কারণ, বিকাশ এবারের মাধ্যমিক পরীক্ষার্থী ৷ তার পড়াশোনায় ক্ষতি হতে পারে সেজন্য ৷কিন্তু বিকাশ তার স্কুলকে ভালোবেসে এবারও স্কুলের জন্য প্রতিমা গড়েছে ৷ বিকাশ জানায়, এই প্রতিমা তৈরিতে তার পড়াশোনায় কোনও ক্ষতি হবে না ৷