দেশজুড়ে এখন সবার নজর তিন রাজ্যের ভোটের ফলাফলের দিকে। দেশে ক্ষমতাধীন গেরুয়া শিবির তাদের উন্নতি বজায় রেখে চলেছে না এবার তাদের পতনের শুরু। মূলত এই ফলাফলের উপর ভিত্তিকরেই রাজনৈতিক সমীকরণ শুরু হবে আগামী বিধানসভা ও লোক সভার নির্বাচনে।
আরও পড়ুন- ঘাটালের সোনার দোকানে ক্রেতা সেজে দুঃসাহসিক চুরি,সিসিটিভি ফুটেজে উঠল দুষ্কৃতির ছবি
ভোট গণনার প্রথম এক ঘণ্টা পরেই রাজস্থানে বিজেপি-কে অনেকটাই পিছনে ফেলেছে কংগ্রেস। মধ্যপ্রদেশে প্রথম দিকে বিজেপি-কংগ্রেস পাশাপাশি থাকলেও আপাতত পদ্ম শিবিরকে পিছনে ফেলে বেড়ে চলেছে হাত। একই অবস্থা কিন্তু ছত্তিশগড়েও। তবে কিছুটা হলেও কংগ্রেস কড়া টক্করের মুখেপড়েছে বিজেপির। তবে ক্রমে সামনের দিকে আসছে রাহুল গাঁধীর দলই।
রাজস্থান,মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে মোট আসন সংখ্যা যথাক্রমে ১৯৯,২৩০ এবং ৯০ টি।
দিনের শুরুই যদি এমন ইঙ্গিত হয়, তাহলে দিনের শেষে? তবে কি খারাপ খবরই আসতে চলেছে নরেন্দ্র মোদী-অমিত শাহদের জন্য?
নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp