চন্দ্রকোনায় রোগীদের ফল বিতরণ

চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে র দুঃস্থ রোগীদের ফল বিতরণ করলো চন্দ্রকোনা জিরাট হাইস্কুলের প্রাক্তনীরা। ২৭ অক্টোবর বর্তমানে ৬২ জন রোগীর জন্য এই ব্যবস্থা করা হয়।এই সমাজসেবামূলক কাজের প্রশংসা করলেন হাসপাতালের ভারপ্রাপ্ত ডঃ গৌতম প্রতিহার সহ নার্স ও অন্যান্য হাসপাতালের কর্মীরা ।উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি অঞ্জনাভ কুশারী ও বিদ্যালয় পরিচালন কমিটির শিক্ষানুরাগী অজিত কুমার মন্ডল মহাশয়। সম্প্রতি চন্দ্রকোনা জিরাট হাইস্কুলের পুনর্মিলন”‘ফিরে দেখা”‘ অনুষ্ঠানে আগত ওই বিদ্যালয়ের ২০১২-২০১৮ শিক্ষাবর্ষের প্রাক্তনী ছাড়াও বাকি অন্যান্য শিক্ষাবর্ষের প্রাক্তনীরা ও যারা আর্থিকভাবে সাহায্য করেন এই অনুষ্ঠানে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই সমাজসেবামূলক কাজে “ফিরে দেখা” অনুষ্ঠানে সমর্থনের জন্য।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।