কয়েকদিন বাদেই ২০১৯ সালের লোকসভা নির্বাচন, তাই এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে চন্দ্রকোনা তৃণমূল ছাত্র পরিষদ এর উদ্যোগে শুরু হয়েছে পাড়ায় পাড়ায় জোর দার প্রচার।মিছিল করে স্লোগান দিয়ে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করছেএবং তারা এলাকাবাসীর কাছে তুলে ধরছে রাজ্য সরকারের উন্নয়ন ও কেন্দ্রে মোদি সরকারের অ উন্নয়নএর কথা। চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীদের চিত্র এখন এরকমই। শুক্রবার প্রচণ্ড রোদকে মাথায় নিয়ে বেরিয়ে পড়ল তারা চন্দ্রকোনা পৌরসভা এলাকায়,বেশ কয়েকটি পাড়ায় বাড়ি বাড়ি ঘুরে তারা সাধারণ মানুষের কাছে যায়, এবং লিফলেট আকারে রাজ্যে উন্নয়নের খতিয়ান তুলে ধরে।এদিনের এই প্রচারে উপস্থিত ছিল পশ্চিম মেদিনীপুর জেলার ছাত্র পরিষদের সভাপতি সৌরভ চক্রবর্তী,তিনি বলেন জেলার সমস্ত জায়গায় ছাত্র পরিষদ প্রচার করছে ২০১৯ নির্বাচনে আমরা কেন্দ্রে বিজেপি কে এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নই। তাই আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার কার্য্য চালাচ্ছি এবং আমরা নিশ্চিত যে আমারা রাজ্যে সব কটি আসনই পাব।
চন্দ্রকোণায় প্রচারে ঝড় তুলেছে তৃণমূল ছাত্র পরিষদ,সব কটি আসন তৃণমূলের দখলে থাকবে আশাবাদী ছাত্রনেতা
By সৌমেন মিশ্র
Published on: April 8, 2019 । 7:44 AM










