অসীম বেরা: সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাকে সামনে রেখে চন্দ্রকোণা শহরে আয়োজিত হল সরস্বতী পুজো । ১০ ফেব্রুয়ারি এই পুজোর উদ্বোধন করেন সাংসদ তথা চলচ্চিত্র অভিনেত্রী শতাব্দী রায়। পুজোর উদ্যোক্তা চন্দ্রকোণা শহরের বাসিন্দা তথা ঘাটাল আদালতের বিশিষ্ট আইনজীবী সমীরকুমার ঘোষ। সমীরবাবু বলেন, আইনি পরামর্শ নিয়ে বিভিন্ন ধরনের মানুষের সাথে প্রতিদিন সময় কাটাতে হয়। অনেক দিনের ইচ্ছে ছিল সম্প্রীতির বার্তাকে সামনে তুলে ধরে কোনও অনুষ্ঠান করার। সেটাই এবছর বাস্তবায়িত হল। পুজোতে এলাকার সকল ধর্ম সকল সম্প্রদায়ের মানুষকে এক হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। ভাল সাড়াও পেয়েছি। সকল ধর্মের মানুষ এই পুজোতে ভিড় জমিয়েছে। রবিবার সকালে এই পুজোকে সামনে রেখে বিভিন্ন ধর্মের মানুষদের নিয়ে একটি শোভাযাত্রা বের হয়,এটি চন্দ্রকোনা শহর পরিক্রমা করে। এই পুজোর উদ্বোধনে এসেছিলেন শতাব্দী রায়। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন চন্দ্রকোনার বিধায়ক ছায়া দোলই, ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই, চন্দ্রকোণা পুরসভার চেয়ারম্যান অরূপ ধাড়া, চন্দ্রকোণা-২ পঞ্চায়েত সমিতি সভাপতি হীরালাল ঘোষ প্রমুখ।
Home এই মুহূর্তে বিশেষ প্রতিবেদন চন্দ্রকোণার আইনজীবীর উদ্যোগে সম্প্রীতির সরস্বতী পুজোয় চলচ্চিত্র শিল্পী শতাব্দী রায়